সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পূর্ব শত্রুতার জের ধরে ঠাকুরগাঁওয়ে আপন দুই ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বড় ভাইয়ের ডান হাতের কুইনয়ের ওখানে রগ কেটে দেওয়া হয়েছে এবং ছোট ভাইয়ের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঢোলকালী বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ভূল্লী থানার ওসি দুলাল উদ্দীন।
আহতরা হলেন আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের হামিদুল ইসলামের বড় ছেলে দেলোয়ার হোসেন (৩৭) ও ছোট ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫)।
আহত দুজনকেই ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রকিবুল আলম চয়ন বলেন, দেলোয়ার হোসেনের ডান হাতের কুনইয়ের ওখানে এটি রগ কাটা অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। এছাড়াও জাহাঙ্গীর হোসেনের বাম পা ও বাম হাত ভাঙা পাওয়া গেছে এছাড়াও তার মাথায় জখমের দাগ রয়েছে। জখমগুলো দেখে মনে হচ্ছে এগুলো ধারালো কিছু দিয়ে করা হয়েছে।
তিনি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুস্থ হতে বেশ অনেকদিন সময় লাগতে পারে।
চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর বলেন, দুই বছর আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী শিক্ষক জগনুর রশিদ লাবুর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মারপিটের ঘটনাও ঘটে। এ ঘটনায় জগনুর রশিদ লাবু মামলাও করেছেন; সেই মামলা আদালতে চলমান রয়েছে।
ঐ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৮টার দিকে ঢোলকালী বাজারে যাওয়া মাত্রই জগনুর রশিদ লাবু ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দেলোয়ার ও জাহাঙ্গীরের ওপর হামলা করে। মারপিট করার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেলোয়ারের ডাম হাতের কুনইয়ের ওখানে একটি রগ কেটে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। এছাড়াও জাহাঙ্গীরের বাম পা ও বাম হাত কুপিয়ে জখম করে ভেঙে দেওয়া হয়; সেই সঙ্গে কুপিয়ে মাথায় জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে জগনুর রশিদ লাবু ও তার লোকজন পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় দেলোয়ার ও জাহাঙ্গীরকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমার স্বামী ও বড় দেবরকে অমানবিকভাবে মারপিট করে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। তাদের হত্যার উদ্দেশ্যেই হাত-পা ও রগ কেটে দেওয়া হয়েছে; আল্লাহ সহায় ছিল বলেই তারা বেছে গিয়েছে। আমি এ ঘটনায় বিচার চাই।
এ ঘটনায় আহত ও তার স্বজনেরা উপযুক্ত বিচার দাবি করেছেন।
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেছে আহত দুই ভাইয়ের সঙ্গে তাদের প্রতিবেশী জগনুর রশিদ লাবু নামে এক ব্যক্তির বিরোধ ছিল। ওই বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন, আমরা ঘটনার তথ্য সংগ্রহ করেছি; এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিয়ে অভিযুক্ত আউলিয়পুর ইউনিয়নের কচুবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জগনুর রশিদ লাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
জেবি