সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তারের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এএসআই আবু সালেহকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। তাকে থানা থেকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের কামরুজ্জামান খান বাদশার ছেলে রাহাত খান ও জয়দেব রায়ের ছেলে শিবু রায়কে বৃহস্পতিবার (৮ ফেুব্রয়ারি) সন্ধ্যায় ১০ ইয়াবাসহ আটক করে আগৈলঝাড়া থানার এএসআই আবু সালেহ। পরে টাকা নিয়ে শিবু রায়কে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে এএসআই আবু সালেহের বিরুদ্ধে।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে রোববার রাতেই এএসআই আবু সালেহকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
জেবি