সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে খাবার হোটেলে নিরাপদ খাবার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্য ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনাসীর হাসান।
মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পৌর শহর ও সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় ভাই ভাই হোটেল, রাজ হোটেল, ও অবাক চা অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ খাবার, পচা বাসি খাবার, অত্যন্ত নোংরা পরিবেশ, লাইসেন্স না রাখা, কাচা রান্না করা খাবার একসঙ্গে রাখার অপরাধে নিরাপদ খাদ্য আইন,২০১৩ অনুসারে জরিমানা ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্যের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনাসীর হাসান জানান, খাবার হোটেলগুলোতে বাসি, পচা, কেমিক্যালযুক্ত খাবার বিক্রিসহ নানা অভিযোগ আসে প্রতিনিয়ত। তাই নিরাপদ খাবার নিশ্চিত করতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ কার্যালের কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের টিম অংশ নেন।
জেবি