সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই কোন দেশ কী ধরনের জনশক্তি চাইছে, সেই বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো হবে।
সততা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। সব ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাব। কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না।
এর আগে বিকেল ৫টা ২৫ মিনিটে দায়িত্ব পাওয়ার পর প্রথম জন্মভূমিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। পরে শহীদ মিনার প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা।
এ সময় সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এফএইচ