সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষমেলায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে ১০ বাংলাদেশি যুবক।
আটকরা হলেন- মো. শামসুদ্দিন, আ. সালাম, মো. সুমন, মো. বেলাল, আ. জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল। আটক সবাই রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা।
আটকের পর তাদের ভারতীয় আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রত্যাককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিনের হাজতবাসের শাস্তি প্রদান করেছেন আদালত।
জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষমেলা উপলক্ষে প্রতি বছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি মেলায় ঘুরতে যায়। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে গত ১৩ জানুয়ারি ভারতীয় বিএসএফ আটক করে। পরে ভারতীয় আদালত তাদের ২৫ দিনের জেল দিয়েছেন।
এইউ