দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনি কার্যালয়ে গুলি ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মিঝি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমের নৌকা মার্কার সমর্থকদের দায়ী করেছেন।
তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে সরাতে এবং আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখাতে এমপি মোরশেদ আলম তার হেলমেট বাহিনী দিয়ে এসব করাচ্ছে। হামলা, গুলি,অগ্নিসংযোগ করে এবার কাঁচি মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক স্থানীয় ইউপি সদস্য মিস্টার জানান, কার্যালয়টি আমি দেখাশুনা করি। বৃহস্পতিবার রাতে প্রচারণা শেষে নেতাকর্মীরা বাড়ি চলে গেলে একদল দুবৃর্ত্ত হানা দিয়ে প্রথমে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। পরে পেট্রল ঢেলে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ার টেবিলসহ সবকিছু পুড়ে যায়।
অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নিজেরা ঘটনা ঘটিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বরং কাঁচি মার্কার লোকজন বৃহস্পতিবার ভোরে কাদরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চাঁদপুর খলিফা তোলা এলাকায় আমার নৌকা মার্কার নির্বাচনি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনের মুহূর্তে এসব ঘটনা স্পর্শকাতর। তাই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোরশেদ আলম এবং স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে বিগত কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছে।
তারা উভয়ে বিভিন্ন সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরকে বিভিন্ন ঘটনায় দোষারোপ করছে। নোয়াখালী-২ আসনে এ দুজন ছাড়াও আরও পাঁচজন প্রার্থী রয়েছেন। তবে নির্বাচনি প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন এ দুজন।
জেবি