সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালিয়ে ছয়টি প্যাকেটে মোড়ানো এ স্বর্ণের গহনাসহ পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারীর নাম আবু সাঈদ (৪২)। তিনি লোকনাথপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার দাউদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল-আজাদ জানান, বুধবার সকালে গোপনে সংবাদ পাওয়া যায় দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়ক ব্যবহার করে স্বর্ণ অথবা মাদকের একটি বড় চালান ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে চুয়াডাঙ্গায় যাবে।
এ সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় একজন মোটরসাইকেল চালক সীমান্ত এলাকা দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তাকে থামতে বলায় তিনি পালাতে থাকেন। সে সময় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে।
এরপর আটককৃত আবু সাঈদের দেহ তল্লাশি করে ছয়টি প্যাকেট পাওয়া যায়। যেখানে ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনা ছিল। যার মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা করা হবে। উদ্ধার করা স্বর্ণের গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়া হবে।
জেবি