সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটে মহানগর আওয়ামী লীগের অধীনস্থ ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টায় কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
তিনি বলেন, নেত্রীর আদেশ শিরোধার্য। তার আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। বিষয়টি আমাদের জানা ছিল না। কেন্দ্র থেকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা স্থগিত করেছি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ‘উপেক্ষা’ করে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এরপর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয় এবং আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ হন। পরে তড়িঘড়ি করে এ নতুন ছয়টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।
শনিবার রাতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বিগত বেশ কিছুদিন আগে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। এসব দাখিলকৃত নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার ছয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে জানার পর ঘোষিত ওই ছয়টি ওয়ার্ডসহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেবি