সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ফরিদ চৌধুরী চার শতক জমি বিক্রি করে দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য শখের ঘোড়া কিনে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন।
তার এই শখের ঘোড়া কেনার খবর সবার মুখে মুখে সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। শখের তোলা আশি টাকা প্রবাদের বাস্তব রূপ দিলেন ফতেপুরের এই ফরিদ চৌধুরী।
আজ থেকে দুই বছর আগে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার এক ব্যক্তির কাছ থেকে ৪ শতক নিজের জমি বিক্রি করে এই ঘোড়াটি নিয়ে আসেন ফরিদ চৌধুরী। শৈশবে তিনি তার দাদাকে ঘোড়া দিয়ে জমিদারির খাজনা আদায় করতে দেখেছেন। তারপর হঠাৎ করে সেই স্মৃতি মনে পড়ে যায় তার। পরে তিনি জমি বিক্রি করে সেই শখ পূরণ করেন।
ফরিদ চৌধুরীর ঘোড়া কিনার পর থেকেই এখন এই ঘোড়া নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, তিনি যখন এই ঘোড়া দিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তখন মানুষ সেটি দেখতে আসে। এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ফরিদ চৌধুরী ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যও ছিলেন। তার এই ঘোড়া কিনার খবরে সাবেক সহকর্মীসহ ইউপি চেয়ারম্যানও বেশ খুশি। ঘটনাটি ইউনিয়নে আলোচনার সৃষ্টি করেছে বলেও জানানলেন ইউপি চেয়ারম্যান।
ফতেপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান, সামিউল হায়দার তালুকদার বলেন, শখ আর প্রবল ইচ্ছেশক্তি থাকলেই তা পূরণ করা সম্ভব তার উদাহরণ মদনের এই ফরিদ চৌধুরী।
জেবি