দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত মদপানে করে অনিক (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আলামিন (২০) ও দ্বীপ (১৯) নামের আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিকের মৃত্যু হয়।
অনিক সিংগাইর উপজেলার আংগারিয়া এলাকার মৃত লাবু মিয়ার ছেলে এবং সিংগাইর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। অসুস্থ দ্বীপ একই এলাকার কালা মিয়ার ছেলে এবং আলামিন একই উপজেলার আজিমপুর গ্রামের জিন্নত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে অনিক বন্ধুদের নিয়ে মদপান করে। এতে অনিকসহ আরও দুজন গুরুতর অসুস্থ হন। পরে অবস্থার অবনতি দেখে বাড়ির লোকজন অনিককে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেইসঙ্গে অনিকের বন্ধু আলামিন ও দ্বীপকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিকের মৃত্যু হয়। আলামিন ও দ্বীপ চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি