সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঙ্খিরাজ, রকেট, বাঘা, টাইটানিক, বাহারী নামের ১৩টি নৌকার অংশগ্রহণে মাদারীপুরে হয়ে গেল নৌকাবাইচ প্রতিযোগিতা।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে যা দেখতে কুমার নদের দুইপাড়ে ভিড় জমান হাজার হাজার দর্শক।
পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ নানান বয়সের মানুষের যেন মিলনমেলায় পরিণত হয়।
গাছবাড়িয়া প্রভাতী সংঘের উদ্যোগে সংস্কৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্য ধরে রাখতে মাদারীপুরের কুমার নদে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতা।
ঘটমাঝির উকিলবাড়ি থেকে পেয়ারপুরের নয়াচর এই দুই কিলোমিটার এলাকাজুড়ে চলে বাইচ। যা দেখে আনন্দে মেঠে ওঠেন দর্শকরা। নিয়মিত এমন আয়োজনের দাবি দর্শক ও এলাকাবাসীর। অংশ নেয়া ১৩টি নৌকার মধ্যে বাজিতপুরের প্রশান্ত ওঝার নৌকা প্রথম, আমগ্রামের গৌতম বৈদ্যের নৌকা দ্বিতীয় ও পিড়ারবাড়ির বিমল শিকদারের নৌকা তৃতীয় হয়।
এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝিমাল্লারা। তারা বলেন, ইতিহাস আর ঐহিত্যকে ধরে রাখতে নৌকাবাইচের বিকল্প কিছু নেই। নৌকাবাইচকে ঘিরে নদের দুই পাড়ে বসে হরেক রকমের দোকান। খাবার, খেলনাসহ বিভিন্ন দোকানে ক্রেতা-বিক্রেতাদের সরগরম। সবাইকে আনন্দ দিতেই এই নৌকাবাইচের আয়োজন বলে জানায় আয়োজকরা।
অংশগ্রহণকারী প্রত্যেকে দেওয়া হয় ফ্রিজ, টিভিসহ নানান পুরস্কার। প্রায় ১০ বছর পর কুমার নদে আয়োজন করা হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা। নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জেবি