সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অব্যাহত ভারি বর্ষণে নেত্রকোনার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে হুমকিতে উঠতি আমন ফসল।
অতিবৃষ্টিতে জেলার কংস, সুমেশ্বরী, ধনু, মগড়াসহ বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধিতে কিছু কিছু নিম্মাঞ্চল এলাকায় উঠতি ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে।
স্থানীয় কৃষক সবুজ মিয়া বলেন, অময়ের এই বৃষ্টিতে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, মৌসুমি সবজিসহ পুকুরে ছাড়া লাখ লাখ টাকার মাছ।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সরোয়ার জাহান জানান, টানা তিন দিনের বৃষ্টিতে কংস, সুমেশ্বরী, ধনু, মগড়াসহ বিভিন্ন নদ-নদী পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজামান জানান, অব্যাহত ভারি বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। তবে কিছু কিছু এলাকায় নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ১১ হাজার ৮৮২ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
জেবি