সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি একসঙ্গে চারজন সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার (৬ অক্টোবর) রাত দুটার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক চার শিশু ভূমিষ্ঠ করেন চিকিৎসকরা।
একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় খুশি তাদের স্বজনরা। বর্তমানে প্রসূতি মা এবং তার তিন নবজাতক সুস্থ থাকলেও একজন নবজাতক কিছুটা দুর্বল আছে।
তার দিকে বিশেষ নজর দিয়েছে চিকিৎসকরা। চার সন্তান জন্মদানের খবরে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভিড় করছেন উৎসুকরা।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী মুক্তা আক্তার পুতুলের ইতোপূর্বে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় দফায় গতকাল শুক্রবার তার প্রসব বেদনা শুরু হলে স্বজনরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করেন। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা ওই রাতেই তাকে সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেন। শুক্রবার রাত দুটার দিকে অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ করা হয় মুক্তার গর্ভে জন্ম নেয়া তিনটি ছেলে এবং একটি মেয়ে সন্তান।
জরুরি ভিত্তিতে অপারেশন না করা হলে প্রসূতির দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানিয়েছেন গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান। তিনি বলেন, মা এবং নবজাতকদের অবস্থা ভালো আছে। চারটি শিশুকে ফিডিং করতে মাকে অতিরিক্ত খাবার খেতে হবে। তাদের ছাড়পত্রে দিকনির্দেশনা দেওয়া হবে।
আনন্দের এই সময় নবজাতকদের পাশে নেই তাদের বাবা বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমান। তবে তাতে আনন্দের ঘাটতি নেই স্বজনদের মাঝে। একসঙ্গে চার সন্তান জন্ম হওয়ায় খুশি তাদের স্বজনরা। তাদের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।
শিশুদের মা সুস্থ থাকলেও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাদের রাখা হয়েছে নবজাতক শিশুদের নিবীর পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাদের।
শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. স্বপন কুমার হালদার জানান, সবকটি বাচ্চার ওজন তুলনামূলক কম। তিনটি শিশুর অবস্থা মোটামুটি ভালো থাকলেও একটির ওজন একেবারে কম। তার দিকে বিশেষ দৃষ্টি রয়েছে চিকিৎসকদের।
জেবি