সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরর জেলার পর্যটন, শিল্প কলকারখানার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়।
সাংবাদিক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেনসা সাবেক অতিরিক্ত সচিব দিলদার আহমেদ।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান শ্বাশত মনির, কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাবেক ভিপি ও সাংবাদিক এসএম শহিদুল ইসলাম, রক্তসৈনিক আল আমীন রাজু প্রমুখ।
বক্তারা এ সময় জেলার উন্নয়নে দল মত নির্বিশেষ কক্সবাজারের 'মেরিন ড্রাইভ' এর মতো শেরপুর জেলার সীমান্তের গারো পাহাড় এলাকার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বের ‘হিল ড্রাইভ’ গড়ে তোলা সম্ভব। যেখানে দেশের অন্যান্য জেলার মতো পর্যটন বাস চালুও হতে পারে। এতে জেলার পর্যটন খাত বিকাশ ও সুনাম অর্জনের পাশাপাশি সমৃদ্ধি গড়ে উঠবে। এর পাশাপাশি জেলায় রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পর্যটন খাতকে সমৃদ্ধি করতে নানা পদক্ষপ নেয়ার সিদ্ধান্ত হয়।
জেবি