সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঘটনাস্থলের কাছে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজরা হচ্ছেন- জান্নাতুল মাওয়া (১০), সাফা (০৪ ), মারোয়া (৮),ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)। যে মরদেহ উদ্ধার হয়েছে সেটি নিখোঁজ সুমনা আক্তারের বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ভ্রমণ ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকেন ৬ জন।
বিআইডব্লিউটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপ পরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পর নৌপুলিশ, ফায়ার সার্ভিস বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
জেডএ