সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা, পশ্চিম হাসলী, চান্দরা এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বাড়ি-ঘর,অসংখ্য গাছ-পালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
বৃহস্পতিবার ( ৫অক্টোবর) রাতে এই আশ্বিনের ঘূর্ণিঝড়ে তিনগ্রাম বিপর্যস্ত হয়।
পুটাইল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসলি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকের বাড়িঘর আংশিক এবং কোনটি পুরোপুরি বিনষ্ট হয়েছে। অনেকের ঘরের টিনের চালা ঝড়ে উড়িয়ে কোথায় নিয়ে গেছে এখনও তার কোনো সন্ধান মেলেনি। ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে শত শত গাছপালা, বিপর্যপ্ত হয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। ঝড় পরবর্তী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে এলাকাবাসী।
সংবাদ পেয়ে আজ শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি খতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
পুটাইল ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে খতিগ্রস্তদের মাঝে চাল, ডাল,আলু বিতরণ করেছেন। উপজেলা কর্মকর্তা খতিগ্রস্তদের একটি তালিকা করে পাঠানোর জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার আব্দুল বারেক বাচ্চু, গনমাধ্যমকর্মীসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেবি