সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মারপিটে তিনজন আহতের ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিষবাথান (বামনদহ) গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওমর ফারুক সুজনের বাড়ির পাশের ড্রেন দিয়ে প্রতিবেশীদের বাড়ির পানিসহ বৃষ্টির পানি নিষ্কাশন হয়।
ওই পানি যাওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মৃত আজাহার হোসেনের ছেলে মামুন, মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (ভুট্টু), তার ছেলে সাকিব হোসেন, স্ত্রী লাকি বেগম, মজিবর রহমানের ছেলে হবিবর রহমান, মৃত ওলি মোহাম্মদের ছেলে বাবলুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন সুজনকে বেদম মারপিট করে তার পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তার চিৎকারে ছেলে আব্দুল আওয়াল (১২) ও বাবা রফিজ উদ্দিন (৭৫) এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও বেদম মারপিট করতে থাকে। এতে আওয়াল হোসেনের একটি হাত ভেঙে যায় ও আসামিদের হাসুয়ার কোপে সুজনের মাথা কেটে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আওয়াল ও তার দাদা রফিজ উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সুজনের মাথায় বেশ কয়েটি সেলাই লাগলেও তিনি আশঙ্কামুক্ত হওয়ায় মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জেবি