সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁর রাণীনগর উপজেলায় কাশিমপুর ইউনিয়নের কুজাইল গ্রামে সপ্তাহ ধরে এক দলছুট কালমুখো হনুমান লোকালয়ে এসে গাছের ডালে ডালে ঘরের চালে ছুটাছুটি করছে। এ নিয়ে ছোট ছোট বাচ্ছাদের নিয়ে আতঙ্ক কাজ করছে অভিভাবকদের মনে।
ক্ষুধার তাড়না আর লাগাতার বৃষ্টিপাতের কারণে স্থানীয় নরেশ সরকারের বাড়িতে নিরাপদ আশ্রয় নিয়েছে হুনুমানটি। ফলে উৎসুক জনতা সেখানে একনজর হুনুমানটিকে দেখার জন্য ভিড় জমাচ্ছে।
নরেশ বলছেন, প্রায় সপ্তাহ খানেক ধরেই আমার বাড়িতে মাঝে মাঝে এসে কিছুক্ষণ অবস্থান করে হুনুমানটিভ। আমি ও আমার পরিবারের সদস্যরা তাকে পাউরুটি, বিস্কুট এবং রুটি খেতে দেই। পরে হুনুমানটি এখানে সেখানে ছুটে চলে যায়। তবে স্থানীয় মানুষরা হনুমানকে আর বিরক্ত না করায় নিরাপদ আশ্রয় হিসেবে আমার বাড়ির ঘরের চালে অবস্থান করছে।
হুনুমানটিও মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে না। শান্ত স্বভাবে নরেশ সরকারের বাড়ি, বাটুলের বাড়ির আমড়া গাছে বেশি সময় থাকছে।
নরেশ সরকার ইতোমতো হনুমানটিকে পোষ্য প্রাণির মতো খাবার দেওয়াসহ হনুমানটিকে কেউ বিরক্ত করতে না পারে সেই দায়িত্ব পালন করছেন। সারা দিন এদিক সেদিক ছুটাছুটি করে আবার সে নিরাপদ আশ্রয় হিসেবে নরেশের বাড়িতে আশ্রয় নেয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বণ্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এরা আমাদের পরিবেশবান্ধব প্রাণি। পরিবেশকে সুস্থ রাখতে এদের ভূমিকা অপরিসীম। তাই প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষার সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি করে এদের বাঁচিয়ে রাখতে হবে।
জেবি