সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সৌরভ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সে পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের কিনামুদ্দিনের ছেলে ও সড়াইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেউ একজন মোবাইল ফোনে সৌরভকে ফোনে দেন। সৌরভ ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেও রাতে আর ফিরে আসেনি।
এ সময় পরিবারের লোকজন একাধিকবার সৌরভের ফোনে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। এরপর রাতে খোঁজাখুঁজি করে তারা। সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার সময় বাড়ি থেকে অদূরে ধানক্ষেতে সৌরভের বাম হাতের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
জেবি