সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল উত্তরপাড়া এলাকায় হাফেজ মোল্লার বাড়িতে দেয়াল চাপায় আহত হয় ফরিদুল ইসলাম নামে আট বছর বয়সের এক শিশু। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে আজ ভোরে তার মৃত্যু হয় ।
এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলীপাড়া এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে স্বামী- স্ত্রী মারা গেছেন।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলীপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলী (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৬০)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুই দিনের ভারি বৃষ্টিপাতের কারণে ওই ঘরের মাটির দেয়াল নরম হয়ে যাওয়ায় মধ্য রাতে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। ভোর পাঁচটার দিকে বাড়ির অন্যান্য সদস্যরা খোঁজ পেয়ে মাটির দেয়ালের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম জানান, নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হচ্ছে।
জেবি