সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে ১ হাজার ২০০ হেক্টর সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ ও ধনে পাতা বেশি আক্রান্ত হয়েছে। কৃষকরা জানান, আগাম পাতা কপি ও শীতকালীন সবজির বীজতলা পচা শুরু হয়েছে। এতে তারা ইতোমধ্যেই কীটনাশক প্রয়োগ শুরু করেছেন। তবে কৃষি বিভাগ জানিয়েছে আজ ও কাল যদি বৃষ্টি না হয় তবে সবজি ক্ষেতের ক্ষতির সম্ভবনা নেই।
জানা গেছে চুয়াডাঙ্গায় প্রতিবছরই ব্যাপক পরিমাণ সবজি চাষ হয়ে থাকে। এর ভেতরে বাড়তি যোগ হয়েছে আগাম সবজি। এবার জেলায় আগাম সবজি চাষ হয়ে আগাম সবজি ১১ হাজার ৮০০ হেক্টর জমিতে। পাশাপাশি শীতকালীন সবজির লক্ষমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৪৬০ হেক্টর জমি বলে চুয়াডাঙ্গা কৃষি সম্পসারণ অধিদপ্তর জানিয়েছে।
কৃষকরা জানান, গত ২ দিনের টানা বৃষ্টিতে আগাম সবজি ইতোমধ্যেই পচা শুরু হয়েছে। বিশেষ করে ফুলকপি ও বাধাকপি বেশি। পাশাপাশি ধনে পাতায়ও পচন ধরা শুরু করেছে। এতে চাষিরা ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হবে। কারণ কোনো কিটনাশকেই কাজ করছে না। এভাবে চলতে থাকলে খরচের টাকা উঠবে না
শীতকালীন সবজির বীজতলায় ইতোমধ্যেই পচন শুরু হয়েছে। পচন রোধ করতে বীজতলায় কীটনাশক প্রয়োগ শুরু করেছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, আজ কাল যদি বৃষ্টিপাত না হয় তাহলে কোনো ফসলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন গত বুধবার ও বৃহস্পতিবারে দুই দিনের টানা বৃষ্টিতে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। যা চলতি বছরেরই সর্বচ্চো বৃষ্টিপাত।
জেবি