সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়া উপজেলায় বজ্রাঘাতে আকরাম ফকির (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার পাটেশ্বরী বিলে ঘাস কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম ফকির উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আকরাম ফকির পাশের পাটেশ্বরী বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হয়। পরে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রাঘাতের কারণে তার শরীরের বেশিরভাগ স্থানে পুড়ে গেছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জেবি