সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হবিগঞ্জের নবীগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে তন্ত্র-মন্ত্র ছিনতাইকারী চক্র। এসব চক্রের টার্গেট হচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা অসহায় নারী-পুরুষ। এমনই এক চক্রের খপ্পরে পড়েছেন আফিয়া বেগম (৪৫) নামে এক নারী।
সৌদি আরব থেকে পুত্রবধূর পাঠানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে তন্ত্র-মন্ত্র ছিনতাইকারী চক্রের সদস্য এক হুজুর।
আফিয়া বেগম জেলার বানিয়াচং উপজেলার ৭ নম্বর কাগাপাশা ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও ছিনতাইকারীকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। যদিও পুলিশ বলছে, এ বিষয়ে কাজ করছে তারা।
আফিয়া বেগম জানান, তার পুত্রবধূ সৌদি আরব থেকে কিছু দেনা পরিশোধ করার জন্য তার কাছে ৬০ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে তিনি নবীগঞ্জ শহরের একটি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ব্যাংকের সামনে পৌঁছামাত্রই আগে থেকে সেখানে থাকা তন্ত্রমন্ত্র ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, আমাকে এক হুজুর (ছদ্মবেশী লোক) বলে- দেন আপনার টাকায় ‘ফুঁ’ দিয়ে দেই, বরকত হবে। এই বলে টাকা নিয়ে ‘ফুঁ’ দেওয়ার পরপরই উধাও হয়ে যান ওই হুজুর।
তিনি বলেন, আমার টাকায় ‘ফুঁ’ দেওয়ার আগে ওই লোককে অন্য আরেকজনের টাকায় ‘ফুঁ’ দিতে দেখেছি।
এসব বলেই কান্নায় ভেঙে পড়েন অসহায় ওই নারী। বৃহস্পতিবার ওই নারীর দেওয়া ৪ মিনিট ২৪ সেকেন্ডের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। এতে কাঁদতে দেখা যায় ওই নারীকে।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আশা করি দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারব।
জেডএ