সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের লোহাগড়া শহরে মাত্র কয়েক ঘণ্টার ভারি বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে।
বুধবার (৪ অক্টোবর) রাত থেকে শুরু বৃষ্টিতে লোহাগড়া শহরসহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে নিম্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে শহরের প্রায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন এলাকার রাস্তায় কাদাপানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লক্ষ্মীপাশা, লোহাগড়া, গোপীনাথপুর, রাজুপুর, খলিশাখালী, মদিনা পাড়, পোদ্দারপাড়া, সরকারপাড়া, জয়পুর, কুন্দশীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। ফলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পৌরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বছরের পর বছর সমস্যা সমাধানে উদাসীন পৌর কর্তৃপক্ষ।
লোহাগড়া বাজারের ব্যবসায়ী গণেশ রায় বলেন, এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যবসায়ীসহ এলাকাবসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় অথচ পৌর কর্তৃপক্ষ এই দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’
জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক শরিফুজ্জামান বলেন, ‘শহরের ড্রেনেজ ভালো না। এছাড়া পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। যে কারণে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় শহরে।’
মদিনা পাড়ার মাংস ব্যবসায়ী হুরাই বলেন, শহরে জলাবদ্ধতা সমস্যা নিরসনে জনপ্রতিনিধিরা আন্তরিক নয়। ফলে জনদুর্ভোগ ফি বছর লেগেই আছে'।
লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে আমরা সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি।
জেবি