সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরের তারাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
উপজেলার ৫ নম্বর সয়ার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলটের (৪০) বিরুদ্ধে ভুক্তভোগী ওই নারী নারী শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে তারাগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে আল-ইবাদত হোসেন পাইলটের সঙ্গে ফার্মেসির দোকানে ওষুধ ক্রয়ের মাধ্যমে পরিচয় হয়। মুঠোফোনের নম্বর দেওয়া নেওয়ার মাধ্যমে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মুঠোফোনে কল করে এবং এসএমএসের মাধ্যমে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন চেয়ারম্যান। বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে দেওয়াসহ নগদ অর্থের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন চেয়ারম্যান পাইলট।
ওই নারীকে চেয়ারম্যান পাইলট কৌশলে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ অক্টোবর নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের কাছে জানাজানি হলে ওই নারী বৃহস্পতিবার তারাগঞ্জ থানায় চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলটের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা জহুরুল হক নিশ্চিত করে বলেন, আল-ইবাদত হোসেন পাইলট উপজেলার ৫ নম্বর সয়ার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ধর্ষণের ঘটনায় নারীর অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি