দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রতিবন্ধী নারী ও কিশোরীর অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্যে বগুড়ায় ডাব্লিউডিডিএফ এর আয়োজনে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের অংশগ্রহণে বৃহস্পতিবার শহরের স্থানীয় এক হোটেলের সভাকক্ষে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে জেলা পর্যায়ে প্রতিবন্ধী নারীদের জীবনযাত্রায় মুখোমুখি হওয়া নানা প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করা যায় এবং তাদের সামনের দিকে এগিয়ে নিতে করণীয় নানা গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়।
ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। সংস্থার বগুড়া অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার পিপিএম, সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন সাধন করেছেন। বগুড়াসহ দেশের প্রতিটি প্রান্তে সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে ভাতা নিশ্চিতকরণসহ সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করছে সরকার যার সুফল পৌঁছেছে তৃণমূলে।
সেমিনারে আলোচনা শেষে ৬ জন প্রতিবন্ধী নারীকে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ডাব্লিউডিডিএফ এর পক্ষে ৪০ হাজার টাকার পরিচ্ছন্নতা সামগ্রীর ভাউচার বিতরণ করা হয়। সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাব্লিউডিডিএফ বগুড়ার হিসাব রক্ষণ কর্মকর্তা ও উপজেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
জেবি