সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকার সেংশন বা ভিসানীতি এগুলো থাকবেই, এগুলো আগেও ছিল এখনও আছে, এগুলো নিয়ে সরকারের মাথাব্যথা নেই। আমেরিকা আগেও কাউকে সহজে ভিসা দিত না। তাই নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগরে ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী পুলিশ বাহিনীকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে বলে উল্লেখ করে বলেন, মানুষ এখন পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বলে মনে করে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই খেয়াল রাখেন দেশের শান্তিশৃঙ্খলা যেন অটুট থাকে।
এদেশে জঙ্গি সন্ত্রাসের যেন আর উত্থান না ঘটে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সকল শান্তির রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলম প্রমুখ।
পরে মন্ত্রী আদর্শনগরের শহীদ ম্মৃতি মহাবিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর মহাবিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ।
জেবি