সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের ছোট গজনি এলাকায় একটি পুরুষ বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন যাবত সীমান্তের বিভিন্ন গ্রামে দল বেঁধে হাতিরা আমন ক্ষেতে নেমে ফসল বিনষ্ট করছে। তাই অনেক কৃষক তাদের ফসল বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুত ও জেনারেটরের সংযোগ দিয়ে তার জড়িয়ে রেখেছে। হয়তো সেই তারে জড়িয়ে হাতিটি মারা যেতে পারে।
উপজেলার রাংটিয়া রেঞ্জের রেঞ্জার মকরুল ইসলাম আকন্দ জানায়, স্থানীয়দের তথ্য মতে আজ বৃস্পতিবার সকালে ছোট গজনি এলাকায় বনের পাশের জমিতে ৩০-৩৫ বছর বয়সের একটি পুরুষ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওয়াল্ড লাইফ কর্মী এবং প্রাণিসম্পদ বিভাগকে খবর দিলে তারা এসে ময়নাতদন্ত করছে। ময়নাতদন্ত শেষ বলা যাবে হাতিটি কীভাবে মারা গেল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা যেতে পারে।
ইতিপূর্বে চলতি বছরে বিদ্যুতায়িত হয়ে আরো বেশ কয়েকটি বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতি হত্যার দায়ে মামলা হয়েছে মাত্র দুটি।
জেবি