সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও শরতের আশ্বিন মাসে এসে বৃষ্টি হচ্ছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ।
সরেজনিম দেখা গেছে চুয়াডাঙ্গা শহরের খানা-খন্দ ও নিচু জায়গাতে ইতোমধ্যেই পানি জমে গেছে।
বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ভারি বর্ষণে রাস্তা-ঘাটে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলার নিচু জমিগুলোর অধিকধংশ ফসলই পানির নিচে। এতে আগাম ও গ্রীষ্মকালীন ক্ষেতগুলোর সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।
গতকাল বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চুয়াডাঙ্গা—জীবননগর প্রধান সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়লে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে সড়কের দুই ধারে যাবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নেয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, জেলায় প্রচুর সবজি চাষ হয়ে থাকে। টানা দুই দিনের বৃষ্টিতে বেশ কিছু সবজির জমিতে পানি বেঁধে গেছে। এতে ইতোমধ্যে বেশ কিছু সবজি আক্রান্ত হয়েছে। আক্রান্তের ভেতর আগাম সবজি ও গ্রাষ্মকালীন সবজি রয়েছে। যদি সামনে আরও ২-৩ দিন বৃষ্টি হয় তাহলে জমিতে থাকা আগাম ও গ্রীষ্মকালীন সবজি ক্ষিতগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী জামিনুর রহমান জানান, ভারতে সাগরের একটি সুস্পষ্ট লঘুচাপ পশ্চিম বঙ্গ ও উড়িষ্যা হয়ে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উত্তর পশ্চিমে অবস্থা করছে। এই কারণেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এখনও দুই দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ১৬৯ মিলিমিটার।
জেবি