সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাঙালির নবান্ন উৎসব হয় পহেলা অগ্রহায়ণ। কৃষি প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে কৃষিবিদরা আবিষ্কার করেছেন এ স্বল্পমেয়াদী আমন ধানের জাত।
এরই ধারাবাহিকতায় শেরপুরে 'ধানি গোল্ড' জাতের এ আমন ধানের আগাম নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বাংলা ১৯ আশ্বিন (৪ অক্টোবর) বুধবার দুপুরে শেরপুর জেলায় শ্রীবর্দী পৌর এলাকার ইয়াসিন আলীর ৬০ শতক জমিতে আনুষ্ঠানিকভাবে এ আমন ধান কর্তন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবিরসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, এই আগাম জাতের ধান কেটে কৃষকরা সহজেই সরিষা আবাদ করতে পারবে। দুই ফসলি জমি হবে তিন ফসলি।
জেবি