সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল চাষে সফলতার তুলনায় প্রতারিত হয়েছেন বেশি কৃষি উদ্যোক্তা। আর এই বিদেশি ফল চাষে তারা মূলত উদ্বুদ্ধ হয়েছে ফেসবুক অথবা ইউটিউবের কনটেন্ট দেখে। লোকসানের পরিমান অনেক বেশি হওয়াতে অনেকেই ভেঙে পড়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গাতে দীর্ঘদিন থেকেই বাণিজ্যিকভাবে ড্রাগন, মাল্টা, কমলা, বরই, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের বিদেশি ফল চাষ হয়ে আসছে। আর মূলত এই চাষ অধিকাংশই শিক্ষিত যুবকরাই ফেসবুক ও ইউটিউবের ভিডিও কনটেন্ট দেখেই করছেন।
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের জান্টু বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি ইউটিউব ও ফেসবুকের কনটেন্ট দেখে বিদেশি ফসল চাষ করে লোকসানের স্বীকার হয়েছেন। এখন মাল্টা বাগান কাটার অপেক্ষায় আছেন।
জেলার সদর উপজেলার হায়দারপুর গ্রামের বখতিয়ার হোসেন বকুল জানান, আমি বিদেশি ফল মাল্টা চাষ করেছিলাম লাভের আশায়। চাষ করার পর আশনারুপ ফলতো ধরেইনি, বাজারেও দাম পাইনি। আবার বাজারে গিয়ে দেখি খুচরা বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে। দাম নিয়ন্ত্রণে এখানেও সিন্ডিকেট। বিদেশি ফল চাষ না করে যদি দেশি ফসল চাষ করতাম লাভবান হতাম। ইতোমধ্যে মাল্টা বাগান কেটে দেশি ফসল চাষের কথা ভাবছি। আমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি। এজন্য দায়ী কন্টেন্ট নির্মাণকারীরা। কারণ তারা চারা বিক্রি করা বা চারা বিক্রেতাদের বিজ্ঞপন করার জন্যই চটকদার ভিডিও কন্টেন্ট বানিয়ে দেয়। আর ভিডিও কন্টেন্ট দেখে আমার মতোন অনেকেই বাণিজ্যিক ফলের বাগান করে প্রতারণার শিকার হচ্ছে।
জেলা সদরের সুবদিয়া গ্রামের শামীম আল মামুন তিনি বিদেশি ফলের বাগান কেটে ইতোমধ্যেই দেশি ফসল চাষ শুরু করেছে। তিনিও চটকদার ভিডিও কন্টেন্ট নির্মাণককারীদের দায়ী করেছেন।
চুয়াডাঙ্গা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, সঠিক চারা নির্বাচন ও সঠিক পরিচর্চার অভাবে বিদেশি ফল চাষে লোকসান হতে পারে। এছাড়াও সরকারি চারা বিক্রি করা প্রতিষ্ঠান থেকে চারা নেওয়ার পরামর্শ দেন তিনি।
চলতি বছরে চুয়াডাঙ্গায় ৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে বিদেশি ফল চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্পসারণ অধিদপ্তর।
জেবি