সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজেদের ভাগ্য উন্নয়ন এবং দিন বদলের গল্প তুলে ধরছেন বর্তমান সরকারের সুবিধাভোগী দরিদ্র পরিবারের মানুষ। একইসঙ্গে তারা তুলে ধরেছেন তাদের আবেগ, আখাঙ্খা ও প্রত্যাশার কথা।
ভোলার তজুমদ্দিনে বর্তমান সরকারের প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেস্টনি ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময়সভায় এমন আবেক আর অনুভূতির কথা তুলে ধরেন দরিদ্র মানুষগুলো। তারা সরকারের সুবিধা পেয়ে আনন্দ উচ্ছ্বাস এবং সন্তুষ্টির কথা প্রকাশ করেন।
দেশে প্রথম বারের মতো এমন আয়োজন সর্বমহলে বেশ প্রশংশিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে ছিলো ভারি বর্ষণ। বৃষ্টি আর আবহাওয়ার বৈরীভাব থামিয়ে রাখতে পারেনি তাদের। নিজেদের ভাগ্য উন্নয়ন এবং দিন বদলের গল্প জানাতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অন্তত ১০ হাজার মানুষ। তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে কানায় কানায় ভরে উঠে প্রান্তিক জনপদের মানুষের ভিড়ে। যাদের বেশিরভাগ বয়স্ক, পঙ্গু ও বিধাবা ভাতা প্রাপ্ত মানুষসহ মেঘনা, তেতুলিয়ার জেলে, ভূমিহীন এবং প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে ঠিকানা পাওয়া অসহায় মানুষ।
হতদরিদ্র এসব মানুষ তাদের দিন বদলের গল্প এভাবেই তুলে ধরেন। জানান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সুবিধা ভোগী পলাশি রানী শীল বলেন, আমার কোনো আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছি। সেই ঘরে এখন পরিবারের সবাইকে নিয়ে বসবাস করছি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সুবিধাভোগী কৃষক মো. শাজাহান বলেন, সরকার কৃষকদের সব ধরনের সুবিধা দিচ্ছে। আমরা এমন সুবিধা পেয়ে অনেক আনন্দিত।
লোকমান হোসেন বলেন, পঙ্গু ভাতা পেয়ে সুন্দরভাবে দিন কাটাচ্ছি। আরেক সুবিধা ভোগী রোকসানা বলেন, অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। সরকার আমাদের বয়স্কভাতা দেয়। সেই টাকায় সংসার চলছে অনেক ভালো চলছে।
তৃতীয় লিঙ্গের মনা বলেন, আমরা পিছিয়ে থাকলেও সরকার আমাদের নানা ধরনের সুবিধা দিচ্ছে। যা পেয়ে আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখছি।
এদিকে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র এমন জনগোষ্ঠীর সংখ্যা অনেক দীর্ঘ হলেও তাদের বেশিরভাগ মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন। একে তাদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পেয়েছেন সামাজিক নিরাপত্তা।
এদিকে হতদরিদ্র মানুষের কথা শুনে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় সংসদ সদস্য তাদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।
বক্তব্যে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সরকারের সুবিধা পেয়ে দরিদ্র মানুষ ভীষণ আনন্দিত এবং প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল। আর তাই বৃষ্টি উপেক্ষা করে তারা ছুটে এসেছেন দিন বদলের গল্প শুনাতে।
উল্লেখ্য, তজুমদ্দিন উপজেলায় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ১২ হাজার সুবিধাভোগী এতে অংশ নিয়েছেন।
জেবি