সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চড়ের কাঠ মহাল থেকে ইজারা সংগ্রহের সময় ইজারা সংগ্রহকারীকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রহিম (৪৩) বাদী হয়ে সোমবার সাধারণ নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। এর আগে এক বন কর্মকর্তাকে পিটানোর অভিযোগে পৌর মেয়র গোলাম কবিরসহ চারজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছিল।
আব্দুর রহিম জানান, জেলা প্রশাসনের কাছ থেকে তিশা এন্টারপ্রাইজের নামে লিজ নেওয়ার পর থেকেই সন্ধ্যা নদীর তীরে স্বরূপকাঠী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশের কাঠমহাল থেকে ইজারা সংগ্রহ করছেন তিনি। ইজারা সংগ্রহের সময় সোমবার দুপুরের দিকে স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির এবং তার সহযোগী মো. আউয়াল তাকে ইজারা সংগ্রহ করতে বাধা দেয়। বাধা না শোনায় গোলাম কবির তাকে জামার কলার ধরে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরবর্তীতে কাঠমহাল থেকে কোন ইজারা সংগ্রহ না করার জন্য তাকে বিভিন্ন ধরণের হুমকিও দেয় গোলাম কবির। ভুক্তভোগী রহিম আরও জানায়, কাঠমহালের একটি অংশ দাবি করে স্বরূপকাঠী পৌরসভার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি আবেদন করেছে গোলাম কবির। তবে এ বিষয়ে আদালত থেকে এখন পর্যন্ত কোন রায় দেওয়া হয়নি। এরপরও ক্ষমতার অপব্যবহার করে সে প্রকৃত ইজারাদারদের ইজারা সংগ্রহে বাধা দিচ্ছে।
কাঠমহাল থেকে ইজারা সংগ্রহে বাঁধা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও রহিমকে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম কবির। তবে কি কারণে ইজারা সংগ্রহে বাঁধা দিয়েছেন এর কোন সদুত্তর দিতে পারেননি পৌর মেয়র।
এর আগেও ২০১৭ সালের এপ্রিল মাসে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত কাঠ আটক করায় সাজ্জাদ হোসেন নামে সেখানকার এক বন কর্মকর্তাকে পৌরসভায় ডেকে নিয়ে মারধর করেছিল গোলাম কবির। এ ঘটনায় গোলাম কবির সহ চারজনের বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের হয়েছিল।
নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি থানার ওসি মোহাম্মদ গোলাম সরোয়ার জানান, পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে জিডি হয়েছে। এছাড়া অপরপক্ষের বিরুদ্ধেও একটি জিডি হয়েছে।
জেবি