সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে ধুলাসার এলাকার আশাখালি সংলগ্ন এলাকার নিখোঁজ সজিব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউবাগান সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি। সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তী অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ারের সঙ্গে তার মরদেহ ভেসে আসে।
নৌপুলিশ কুয়াকাটার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সোমবার নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার জোয়ারের তোরে ভেসে ওঠে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মদ খাঁন বলেন, মহিপুর থানায় ইডি একটি মামলা হয়েছে।
জেবি