সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ নুর প্লাজার সামনে গতকাল সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ছাত্রদল নেতা আমজাদ হোসেন মিজির ও যুবদল কর্মী আতিকুর রহমান রিপনের মধ্যে মারামারি হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, রামগঞ্জ পৌর নুর প্লাজার সামনের সড়কে সোমবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপনসহ দলীয় নেতাকর্মীরা নাস্তা করে। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমজাদ হোসেনের সঙ্গে আতিকুর রহমান রিপনের বাকবিতণ্ডা ঘটে। এরই একপর্যায়ে মারমারির ঘটনা ঘটে।
উপস্থিত নেতারা দুজনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা আমজাদ হোসেন মিজি বলেন, ছাত্রদল নেতা ফিরোজ হত্যাসহ ৫-৬টি মামলার আসামি কথিত যুবদল কর্মী আতিকুর রহমান রিপন এবং তার ভাই স্বপন শেখ পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও আতিকুর রহমান রিপনকে পাওয়ায় যায়নি।
রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদার বলেন, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দলীয়ভাবে বসে সমাধান করা হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, দুজনের দায়ের করা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেবি