সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পঞ্চগড়- ঠাকুরগাঁ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন আটোয়ারী উপজেলাবাসী।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহতের সয়নের বাবা রবিউল ইসলাম রবি, মা সেলিনা আক্তার, সহপাঠী লাবিব ও এলাকাবাসীরা।
এ সময় বক্তারা বলেন, সয়ন হত্যাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন আজ নিয়ে ২৪ দিন অতিবাহিত হলেও হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের উদাসীনতার কারণে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এ সময় সয়নের বাবা বলেন প্রতিনিয়ত আসামিরা আমাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। আমরা নিরাপত্তায়হীনতায় ভুগছি। কর্মসূচি চলাকালে রাস্তার দু'পাশে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুসা মিয়া জানান,আমি গতকালকে যোগদান করেছি এই থানায়। এ কারণে মামলার বিষয় কিছু এখনো বুঝে উঠতে পারিনি। তবে কথা দিচ্ছি। অতি শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য,গত ৬ সেপ্টেম্বর কৌশলে সয়নকে আটোয়ারী উপজেলা থেকে ঠাকুরগাঁও জেলার মুন্না, রাব্বিসহ আরও একজন মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে আটোয়ারীর সি আর ডি অফিসের সামনে আহত অবস্থায় ফেলে রেখে যায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। অবস্থার উন্নতি না হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ সেপ্টেম্বর মারা যান। পরের দিন মুন্না রাব্বিশহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা করা হয়।
জেবি