সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসবের জন্য তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ অক্টোবর) রাতের কোনো এক সময় জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি প্রতিমার অংশবিশেষ ভেঙে দেওয়া হয়।
মন্দির কমিটির সভাপতি প্রভাত অধিকারী ও পোড়াহাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল।
মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে পাহারাও দিতো। গত রাতে যখন তারা খেতে যায় এই সুযোগ কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে চলে যায়। সকালে বিষয়টি নজরে আসে।
স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধিদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে পাহারার ব্যবস্থা ছিলো। তারা খেতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করছি। খুব দ্রুতই জড়িদের গ্রেপ্তার করা হবে।
জেবি