সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের ঝিকরগাছা উপজেলায় ৫০০ বছরের প্রাচীন গদখালী সর্বজনীন কালি মন্দিরে চুরি হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বিভিন্ন মালামালসহ অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে, মন্দিরে চুরির ঘটনা জানাজানি হলে সকাল থেকেই ভক্তরা মন্দিরে ভিড় জমাতে থাকে। ঘটনাস্থলে আসেন যশোর জেলা ও ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তারা এই ঘটনার দ্রুত সমাধান ও দোষীদের গ্রেপ্তার দাবি করেন।
মন্দিরের পুরোহিত কিংকর চক্রবর্তী জানান, সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে তিনি মন্দির তালাবন্ধ করে বাড়িতে যান। রাতে মন্দিরের পেছনের অংশে দুটি স্টিলের দরজা বাঁকা করে চোর ভেতরে ঢোকে। এসময় প্রণামী বাক্সের নগদ টাকা, পানির মোটর, দেবির সোনার টিপ, নাকের সোনার নথ, দুই জোড়া রুপার নুপুর, রুপার মাদলি, সোনার কড়া, পিতলের ঝাজ, থালা, গ্লাস, ঘণ্টা চুরি হয়ে যায়।
মন্দিরের সভাপতি সঞ্জিবন ভদ্র জানান, এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে আবারও চুরি হয়েছে। এতে অন্তত দুই লাখ টাকার মালামাল খোয়া গেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মন্দিরে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গদখালি কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুভাস ভক্ত বাবুল জানান, আনুমানিক ১৪৬২ খ্রিষ্টাব্দের দিকে এ কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতি শনি ও মঙ্গলবারে বহু ভক্তের সমাগম হয়। কয়েকশ বছর ধরে প্রতি বছর বাংলা সনের পৌষ মাসের আমাবস্যা তিথিতে তিন দিনের জন্য শুরু হয় পৌষমেলা। দেশের ও পার্শ্ববর্তী দেশ ভারতের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও ভক্তের মিলনমেলায় পরিণত হয় এ মেলা।
জেবি