সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘প্রবীণদের সেবা দিন-আপনার বার্ধক্যের প্রস্তুতি নিন’ প্রতিপাদ্য নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু ও বৃদ্ধসহ প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা দিয়েছেন।
শুক্রবার সকাল থেকে গুরুদাসপুরের খুবজিপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী ওই কর্মসূচি পালন করে বেসরকারি সেবা সংস্থা ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তার জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
গুরুদাসপুর উপজেলার এক হাজার ৭শ’ প্রবীণ রোগী ‘এল্ডারলি কেয়ারে’র সদস্য। মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা দিতেই ওই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
এল্ডারলি কেয়ারের সদস্য ছাড়াও নানা বয়সি আরও প্রায় এক হাজার ৩শ’ রোগীকেও বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। আগেও এ ধরণের হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
জেডএ