দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
সোমবার (২ অক্টোবর) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এ সংবাদ সম্মেলনে বলেন, বরিশাল মহাসড়কের লেবুখালী সেতুর দক্ষিণ পাশের টোলপ্লাজাসংলগ্ন উত্তর পাশের পুলিশ বক্সের উত্তরের ২৫ গজ দূরের সড়কে বরিশাল থেকে আসা একটি সাদা মাইক্রোবাস অবস্থান করে। পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে সাদা মাইক্রো বাসটির কাছাকাছি পৌঁছায়। এ সময় মাইক্রোবাসে থাকা ডিবি পুলিশের কটি পড়া ৪-৫ জন লোক নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন হাওলাদার (৩৩) ও রুবেল বিশ্বাসকে (৩০) আটক করে। এদের সকলের বাড়ি পটুয়াখালী জেলায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুজন পালিয়ে যায়।
পুলিশ আটক তিনজন ও মাইক্রোবাস তল্লাশি করে একটি ব্লু রংয়ের হাতল ওয়ালা ব্যাগ, একটি কালো রংয়ের সচল ছোট বেতার যন্ত্র (ওয়াকিটকি), একটি লোহার টিপ চাকু, একটি বেতের লাঠি, নগদ চার লাখ একষট্টি হাজার চারশত দশ টাকা উদ্ধার করে। এছাড়া বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকদের নামে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও দুমকি থানার ওসি।
জেবি