সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ২০ জন কিশোরীকে সেলাই প্রশিক্ষণ করা হয়েছে। এসব কিশোরীদের দেওয়া হয় হাতে কলমে প্রশিক্ষণ। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এনশিয়র প্রটেকশন অ্যান্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচের উদ্যোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সাইক্লোন সেল্টারের হল রুমে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজেন করা হয়।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও, হাজিপুর সিপিসি কমিটির সাধারণ সম্পাদক এলবার্ট শোভন বিশ্বাস, সহ-সম্পাদক জুলিয়েট বাড়ৈ প্রমুখ।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও বলেন, গ্রামীণ কিশোরী মেয়েদের পড়াশুনার পাশাপাশি স্বাবলম্বী করে তোলার জন্য ও পরিবার পর্যায়ে বিকল্প আয়ের লক্ষে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা তিন দিনব্যাপী ২০ জনকে হাতে কলমে এবং মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তীতে এসব কিশোরীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হবে।
জেবি