সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৭ নম্বর বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ কুড়াখাল গ্রামের তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিনসহ ৫ হাজার ফুট পাইপ বিনিষ্ট করেছে।
রোববার (২ অক্টোবর) বিকেলে বিলের মাঝখান থেকে দুটি ড্রেজার মেশিন পাঁচ হাজার ফুট পাইপ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিনষ্ট করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
স্থানীয় কৃষকরা জানান,বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে কুড়াখাল এলাকার উত্তর বিলের তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছে বছরের পর বছর। ড্রেজার ব্যবসায়ীরা কোনো বাধাই মানে না। পরে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল এলাকায় অবৈধ ড্রেজার ব্যবসায়ীর দুটি ড্রেজার মেশিন ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচ হাজার ফুট পাইপ ভাঙচুর করা হয়। মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সকিউটিভ মেজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, উপজেলা প্রশাসন নিয়মিত অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত থাকবে। ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেবি