সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামে তিন দফা বন্যায় এক হাজার ২৮০ হেক্টর আমন ও সবজিক্ষেত পানিতে ডুবে একেবারে পঁচে যায়। এরপরেও কৃষকরা জীবিকার তাগিদে ধার-দেনা করে ৮০০হেক্টর জমিতে ধানের বলান রোপণ করে এবং ধানক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
প্রান্তিক কৃষকদের দাবি সরকারের দেওয়া প্রণোদনা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়।
জেলা কৃষি বিভাগ বলছে, তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত হয়েছে চলতি মাসে প্রণোদনা দেওয়া হবে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার ৮২০ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের প্রণোদনা দেওয়া হবে।
কুড়িগ্রামে তিন দফা বন্যায় সরকারি হিসাবে ১ হাজার ২৮০ হেক্টর আমন ও সবজিক্ষেত পানিতে ডুবে একেবারে পঁচে যায়। অনেকের আমন ক্ষেত পানিতে ডুবে ৫০ ভাগ পঁচে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরেও প্রান্তিক কৃষকরা জীবিকার তাগিদে ধার-দেনা করে ৮০০হেক্টর জমিতে ধানের বলান রোপণ করে।
জেলার সবকটি উপজেলাসহ নাগেশ্বরীর ভৈষতুলীরপাড়, গোদ্ধারপাড় ও চর বেরুবাড়ী নিন্মঅঞ্চলের চাষিরা ধানক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, কুড়িগ্রামর ৯টি উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ১ লাখ ২০ হাজার ৫০০ হেক্টর। বন্যার পানিতে সাত হাজার হেক্টর ফসল ডুবে যায় এবং এর মধ্যে ১ হাজার ২৮০ হেক্টর ধান ও সবজিক্ষেত একেবারে পঁচে গেছে।
দীর্ঘ ১৫দিন থেকে কৃষকরা ৮০০হেক্টর জমিতে ধানের বলান রোপণসহ পরিচর্যা করছেন। জেলা কৃষি বিভাগের নির্দেশে সকল উপজেলা কৃষি অফিস বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার ৮২০জন কৃষকদের চলতি মাসে সরকারের প্রণোদনা দেওয়ার প্রস্তুতি চলছে।
কুড়িগ্রামে বন্যার ক্ষতিগ্রন্ত প্রান্তিক কৃষক মঞ্জুল ব্যাপারী বলেন, পরপর তিন দফা বন্যায় দুইবার বোরো ধান রোপণের পরেও বন্যার পানিতে ডুবে ধান একেবারে পঁচে গেছে। ধার-দেনা করে জমিতে ধানের বলান রোপণ করেছি এবং ধানক্ষেতের পরিচর্যা করছি। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সঠিকভাবে প্রণোদনা দেওয়ার দাবি তাদের।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত হয়েছে এবং চলতি মাসে কৃষকদের সার ও বীজ দেওয়া হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮হাজার ৮২০জন কৃষকদের সরকারের প্রণোদনা দেয়ার কার্যক্রম চলছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে সরকারের প্রণোদনা দেওয়া হবে।
জেবি