সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইসলামিক মূল্যবোধের উন্নয়ন ও ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে দেশের প্রতিটি জেলায় মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হলেও গত পাচঁ বছরে জায়গাই খুঁজে পায়নি বান্দরবান প্রশাসন। জমি অধিগ্রহণের জটিলতার কারণে মসজিদ নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী বছর জুনের মধ্যে এর সমাধান না হলে বরাদ্দের ১৯ কোটি টাকা ফেরত যাবে।
এদিকে জেলা মডেল মসজিদ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রোববার (১ অক্টোবর) সকালে সাংবাদিক সম্মেলন করে সংগঠনটি। এসময় কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান বলেন, জেলায় অসংখ্য ক্যাং, মন্দির, গির্জা নির্মাণ করা হলেও জায়গা সমস্যার কথা বলে বান্দরবানে মডেল মসজিদ নির্মাণে গড়িমসি করা হচ্ছে।
তিনি আরও বলেন, জায়গা-জমির মালিক রাষ্ট্র। জেলায় সরকারের প্রতিনিধিত্ব করছেন জেলা প্রশাসক। আর তিনি চাইলে, জায়গার কোনো অভাব থাকার কথা নয়। কিন্তু কী কারণে এতদিন জায়গা দেওয়া হয়নি প্রশ্ন রাখেন তিনি? এসময় তিনি বলেন, জেলা মসজিদ নির্মাণের জন্য ইতোপূর্বে ৭টি জায়গার নাম প্রস্তাব দিয়েছেন। নানা অজুহাতে ও অদৃশ্য কারণে তা গ্রহণ করা হয়নি।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছর থেকে চালু হওয়া প্রকল্পে অন্যান্য জেলায় মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ হলেও বান্দরবানে জেলা মডেল মসজিদের জন্য ৪০ শতক জায়গা পর্যন্ত নির্ধারণ হয়নি। এতে মসজিদ নির্মাণ নিয়ে সংকট আরও ঘনীভূত হয়েছে।
বান্দরবান গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন থেকে ইসলামিক ফাউন্ডেশনকে জমি হস্তান্তর করার কথা। জায়গা বুঝে পেলে তারা কাজ শুরু করবেন। জেলা প্রশাসন কতৃক সর্বশেষ জমি নির্ধারণ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিন বলেন, সর্বশেষ নির্ধারিত মাঝেরপাড়া এলাকার জায়গাটি দূরে হওয়ায় তা বাতিল করা হয়েছে। যেখানে শহরের দুই কিলোমিটারের মধ্যে মডেল মসজিদ নির্মাণের নিয়ম রয়েছে। তবে বর্তমান জেলা প্রশাসক জায়গার সমস্যাটি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন। তিনি আশা করছেন বান্দরবান জেলা মডেল মসজিদ দ্রুত কাজ শুরু হবে।
এইউ