সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ছয় দিন পর ১৪ বছর বয়সী রামিমুল হাসান বিজয়ের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রামিমুল গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানিয়েছে, আপন বড় ভাইয়ের ছেলেকে হত্যার পর থানায় গিয়ে জিডি করেন চাচা জুয়েল বেপারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, নিহত রামিমুল হাসান বিজয়ের চাচা গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের মৃত নূর হোসেন বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ (১৭) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে শামীম (২৪)। শামিম চন্নাপাড়া গ্রামের বিউটি আক্তারের বাড়ির ভাড়াটিয়া।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জিডির সূত্র ধরে তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আটকদের আরও জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের মূল রহস্য বের করতে পুলিশ কাজ করছে।
জেডএ