সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছেন, নিজেদের দেশে কি করছেন তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে, সেখানে কোনো পেশিশক্তি টিকবে না।
রোববার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভয়েজ অব আমেরিকাকে যা বলেছে সেটাই চূড়ন্ত। শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সবাই মিলে দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ২৪ সালের নির্বাচন কেউ যদি বর্জন করে তাহলেও নির্বাচন হবে। শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠকে দুটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ১৪ দলের ব্যনারে আগামী নির্বাচন ১৪ দল অংশগ্রহণ করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি জামায়াতের মুরদ কতটুকু আছে আমাদের জানা আছে। তারা ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছিল, ১০৮ ঘণ্টা পার হয়ে গেছে। কি হইছে। কিছুই করতে পারেনি। দলীয় কর্মীদের উৎসাহ দিতে তারা এসব কথা বলে।
জনসভায় আরও বক্তব্য দেন- শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ।
জেডএ