সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জন্মের আগে বাবাকে হারোনোর পর জন্মের ১৮ দিনের পর মাকেও হারান আফসার আলী। বাবার অঢেল সম্পত্তির লোভে আফসারের লালন পালনের দায়িত্ব নেন আপন চাচা জসিম উদ্দীন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। অঢেল এই সম্পত্তির লোভে চাচা জসিম উদ্দীনকে কৌশলে মুর্খ বানিয়ে মানুষ করে আফসার আলীকে। সেই থেকে বাড়ির চাকর হিসেবে রয়ে যান তিনি।
রংপুর নগরীর চব্বিশহাজারী গ্রামের আফসার আলী। জন্মের আগে বাবাকে হারোনোর পর জন্মের ১৮ দিনের মাথায় হারান মাকে। এতিম এই আফসারের পিতার অঢেল সম্পত্তির লোভে তাকে লালন পালনের দায়িত্ব নেন আপন চাচা জসিম উদ্দীন।
চতুর চাচা কখনও জানতে দেননি তার বাবার রেখে দেওয়া দুই একর সাড়ে একাশি শতাংশ জমির কথা। জীবদ্দশায় সেই আফসার আলী অশিক্ষিত হয়ে থেকে যান পরিবার পরিজন নিয়ে বাড়ির চাকর হিসেবে। তবে বিধিবাম আফসার আলী মুর্খ হলেও শিক্ষিত হন আফসারের রেখে যাওয়া ছেলেমেয়েরা।
রোববার (১ অক্টোবর) সকালে নিজ গ্রামে সংবাদ সন্মেলনে আফসার আলীর ১২ জন ওয়ারিশ এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তারা বলছেন কৌশলে নেওয়া হয়েছে তাদের এই পৈত্রিক সম্পত্তি।
জেবি