সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে ধানসিঁড়ি নামের এক রেস্তোরাঁয় হামলার ঘটনায় মামলা হয়েছে। রেস্তোরাঁ মালিক আবদুল ওয়াদুদ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ মামলা করেছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মামলায় যুবলীগ নেতা নাহিয়ান ও সাব্বিরকে প্রধান আসামি করা হয়েছে। বাকিদের অধিকাংশই যুবলীগ-ছাত্রলীগের কর্মী। তাদের অনেকেই সক্রিয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ পাঠান বাড়ি রোডের ধানসিঁড়ি রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সাবেক ছাত্রলীগ নেতা শুভসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একইসঙ্গে রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর করে।
জেবি