সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৌলভীবাজারে নিজ চেম্বারে রোগী দেখার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডাক্তার অধ্যাপক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা ইউনাইটেড হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের হেলথ এইড ডায়গনস্টিক সেন্টারে চেম্বার করেন।
একসময় মৌলভীবাজার সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (শিশু বিভাগে) হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত অমায়িক ছিল তার ব্যবহার। পরবর্তীতে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। মৌলভীবাজারের সঙ্গে তার আত্মার সম্পর্ক স্থাপিত হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ হিসেবে এখানে তার প্রচুর রোগী রয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার তিনি চেম্বার করছিলেন। জুম’আর নামাজের পর আনুমানিক ৪টার দিকে রোগী দেখার সময তিনি বুকে ব্যথা অনুভব করেন।
সঙ্গে সঙ্গে স্থানীয় লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই খবরে পুরো জেলায় চিকিৎসক, রোগীর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান শোক প্রকাশ করেছেন।
এইউ