সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক আফতাব আলীকে আটক করা হয়েছে।
নিহত সিদ্দিকুর রহমান খান বনপাড়া পৌর এলাকার মৃত রাজন খানের ছেলে ও বনপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান খান।
পথে বনপাড়া বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন তিনি।
ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ কভার্ড ভ্যানসহ চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
জেবি